ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

সিরিজ জয়ের পর ট্রফি হাতে বাংলাদেশের অধিনায়ক

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু আসন্ন বিশ্বকাপে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া শান্তর উদ্বেগ এই সিরিজ জয়ের আনন্দকে ছাপিয়ে গিয়েছে।

শান্ত স্বীকার করেন, বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা।

সিরিজের ফাইনাল ম্যাচে মিরপুরের মাঠে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজন মিলে মাত্র ১০ রান করেছেন, যার মধ্যে মাত্র একজনের রান দুই অংকের ঘরে।

বিশ্বকাপ নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে টপ-অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা স্বীকার করে শান্ত বলেন, ‘আমরা যদি টপ অর্ডারে আরও ভালো করতে পারি, তাহলে সেটা দলের জন্য দারুণ হবে।’

তিনি আরও বলেন, ‘গতিশীলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজের ফলাফল নিয়ে ভাবার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়ার দিকে আমাদের মনোনিবেশ করা দরকার। শীর্ষে থেকে ভালো শুরু নিশ্চিত করতে পারলে দল হিসেবে আমরা এক ধাপ এগিয়ে থাকব।’

সোমবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। দলে যুক্ত করা হতে পারে তাই লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ভালো পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিন নম্বরে শান্ত অথবা তৌহিদ হৃদয়কে রেখে এই তিনজনের যেকোনো দুইজনকে ওপেনিংয়ের জন্য ভাবা হচ্ছে।

তবে লিটনের সাম্প্রতিক ফর্ম, অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে কিছুটা ভালো খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে তানজিদের লড়াই বেশ ভাবাচ্ছে। সদ্য হাঁটুর চোট থেকে সেরে ওঠা সৌম্য জিম্বাবুয়ে সিরিজে ৪০ রানের ইনিংস খেললেও এখনও নিজের সেরা ফর্ম ফিরে পাননি। সম্ভাব্য তিন নম্বর ব্যাটসম্যান শান্তও তার সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে আত্মবিশ্বাস জাগাতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশের টপ অর্ডার এমনই বেহাল, বিশ্বকাপের দলটির পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে। এই সমস্যাগুলো সমাধান করার সময়ও খুব কম। এই বৈশ্বিক মঞ্চে লড়াই করে টিকে থাকতে ব্যাটসম্যানদের ফর্ম ফিরে পাওয়া ও দলের শক্ত ভিত্তি করা এখন সবচেয়ে জরুরি বিষয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা

বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে

আপডেট সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু আসন্ন বিশ্বকাপে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া শান্তর উদ্বেগ এই সিরিজ জয়ের আনন্দকে ছাপিয়ে গিয়েছে।

শান্ত স্বীকার করেন, বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা।

সিরিজের ফাইনাল ম্যাচে মিরপুরের মাঠে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজন মিলে মাত্র ১০ রান করেছেন, যার মধ্যে মাত্র একজনের রান দুই অংকের ঘরে।

বিশ্বকাপ নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে টপ-অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা স্বীকার করে শান্ত বলেন, ‘আমরা যদি টপ অর্ডারে আরও ভালো করতে পারি, তাহলে সেটা দলের জন্য দারুণ হবে।’

তিনি আরও বলেন, ‘গতিশীলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজের ফলাফল নিয়ে ভাবার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়ার দিকে আমাদের মনোনিবেশ করা দরকার। শীর্ষে থেকে ভালো শুরু নিশ্চিত করতে পারলে দল হিসেবে আমরা এক ধাপ এগিয়ে থাকব।’

সোমবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। দলে যুক্ত করা হতে পারে তাই লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ভালো পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হচ্ছে।

তিন নম্বরে শান্ত অথবা তৌহিদ হৃদয়কে রেখে এই তিনজনের যেকোনো দুইজনকে ওপেনিংয়ের জন্য ভাবা হচ্ছে।

তবে লিটনের সাম্প্রতিক ফর্ম, অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে কিছুটা ভালো খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে তানজিদের লড়াই বেশ ভাবাচ্ছে। সদ্য হাঁটুর চোট থেকে সেরে ওঠা সৌম্য জিম্বাবুয়ে সিরিজে ৪০ রানের ইনিংস খেললেও এখনও নিজের সেরা ফর্ম ফিরে পাননি। সম্ভাব্য তিন নম্বর ব্যাটসম্যান শান্তও তার সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে আত্মবিশ্বাস জাগাতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশের টপ অর্ডার এমনই বেহাল, বিশ্বকাপের দলটির পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে। এই সমস্যাগুলো সমাধান করার সময়ও খুব কম। এই বৈশ্বিক মঞ্চে লড়াই করে টিকে থাকতে ব্যাটসম্যানদের ফর্ম ফিরে পাওয়া ও দলের শক্ত ভিত্তি করা এখন সবচেয়ে জরুরি বিষয়।