চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইন্সটিটিউটের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
সরকারি চাকরিতে প্রবশে কোটা আইন সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করে। আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।
বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে বহু শিক্ষার্থী আহত হয়েছে।