‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ (জিওপি) এর বোয়ালমারী উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) থানা রোডস্থ গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও নবগঠিত ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বোয়ালমারী উপজেলার গণ, যুব, ছাত্র, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।
বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন। ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক আজিজ, ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনার রশিদ, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন নিলয়, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক মো. জাহিদ শেখ, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক জুয়েল ভান্ডারী, ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বোয়ালমারী ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মাদ এনামুল চৌধুরী, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক গোলাম আকবর, বোয়ালমারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মামুন সরদার, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হক, গণঅধিকার পরিষদের নেতা সদস্য মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা গণতন্ত্র, নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার, ন্যায় বিচার ও স্বচ্ছতার সাথে জাতীয় স্বার্থ রক্ষার্থে কাজ করার অঙ্গীকার করেন।
আলোচনা সভা ও র্যালীতে বোয়ালমারী পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী উপস্থিত হয়। অফিস উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।