ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

আজ ১৬ জুলাই মঙ্গলবার এক বার্তায় কেন্দ্রীয় সভাপতি জামিল সিদ্দিকী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের অংশ হিসেবে একত্রিত হতে থাকে। একপর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা চালায় এতে বহু শিক্ষার্থী আহত হন। আমরা মেধাবী শিক্ষার্থীদের উপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদ বার্তায় আরো বলা হয়, যেকোনো ন্যায্য দাবিতে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। কথায় কথায় মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে অযৌক্তিক কোটা প্রথাকে কার্যকর করে দেশের বেশিরভাগ মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। এমনকি অনেক মুক্তিযোদ্ধাও এই অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে কথা বলছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা ছাত্রলীগের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। সেইসাথে অতি দ্রুত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানাচ্ছি।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার যে কোন নৈতিক ও আদর্শিক আন্দোলনে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সমর্থন থাকবে। এবং যে কোন ন্যায্য দাবীতে বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ’লীগ সরকারের শিক্ষাব্যবস্থা জাতিকে ধ্বংসের নীলনকশা

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের

আপডেট সময় : ০৫:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

আজ ১৬ জুলাই মঙ্গলবার এক বার্তায় কেন্দ্রীয় সভাপতি জামিল সিদ্দিকী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের অংশ হিসেবে একত্রিত হতে থাকে। একপর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা চালায় এতে বহু শিক্ষার্থী আহত হন। আমরা মেধাবী শিক্ষার্থীদের উপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদ বার্তায় আরো বলা হয়, যেকোনো ন্যায্য দাবিতে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। কথায় কথায় মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে অযৌক্তিক কোটা প্রথাকে কার্যকর করে দেশের বেশিরভাগ মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। এমনকি অনেক মুক্তিযোদ্ধাও এই অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে কথা বলছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা ছাত্রলীগের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। সেইসাথে অতি দ্রুত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানাচ্ছি।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার যে কোন নৈতিক ও আদর্শিক আন্দোলনে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সমর্থন থাকবে। এবং যে কোন ন্যায্য দাবীতে বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।