ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

 

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

সরকারি চাকরিতে প্রবশে কোটা আইন সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করে। আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে বহু শিক্ষার্থী আহত হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

 

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

সরকারি চাকরিতে প্রবশে কোটা আইন সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করে। আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে বহু শিক্ষার্থী আহত হয়েছে।