হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণের সময় আগামী ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৭ মে) ধর্মমন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা মো. আবুবকর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এর আগে হজযাত্রীদের ভিসার জন্য আবেদনে সময় নির্ধারিত ছিল ২৯ এপ্রিল পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় প্রথম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ায় মন্ত্রণালয়।
তবুও ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যেও ভিসার কার্যক্রম শেষ করতে ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সময় বাড়াল মন্ত্রণালয়।
এ বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায় নিতে হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
আজ সকল হজ এজেন্সিকে এ বিষয়ে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ।