তীব্র দাবদাহের পর কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে দমকা বাতাসও। এতে জনজীবনের স্বস্তি ফিরলেও ঘটেছে কিছু দুর্ঘটনাও। ভেঙেছে ঘরবাড়ি ও গাছপালা। অপরদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরী।
আবহাওয়ার এমন অবস্থা আরও এক সপ্তাহেরও বেশি সময় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৬ মে) বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি রেকর্ড হয়েছে ফেনীতে ১৩৮ মিলিমিটার। এরপর চট্টগ্রামে ১২৯ মিলিমিটার, মৌলভীবাজারে ৯০ মিলিমিটার এবং মাদারীপুর, সিলেট, সন্দ্বীপ, চাঁদপুর, কুতুবদিয়ায় ৬০-৭০ মিলিমিটার বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়েছে। এছাড়া বেশিরভাগ স্থানে ৩০-৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এদিকে তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রথম দিনে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শিলা বৃষ্টিও হতে পারে।
তাপপ্রবাহ: গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কথা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।