আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট প্রচারণা বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন স্থানে।
২২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নবীন ও প্রবীণদের অংশগ্রহণে এবার জমে উঠেছে নির্বাচন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে আছেন এমন প্রার্থীদের অংশগ্রহণ এবার ভিন্ন মাত্রা দিচ্ছে নির্বাচন।
শুক্রবার বিকেলে হরিণাথপুরে ধনুসিকদার বন্দর ও আশপাশের এলাকায় প্রচার চালান ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারুক ইসলাম। মিছিল ছাড়াও ব্যক্তিগত জনসংযোগ করেন তিনি ও কর্মী-সমর্থকরা।
ফারুক ইসলাম বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে থাকায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বেশি হয়েছে। এরই প্রতিফলন হিসেবে টিয়া পাখি মার্কার পক্ষে গণজোয়ার হবে বলে আশা তার।
প্রচারে অংশ নেয়া কর্মীরা জানান, শিক্ষিত, অভিজ্ঞতাসম্পন্ন ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত হওয়ায় জনগণ সহজই এ প্রার্থীর পক্ষে কাজ করছেন।
মাদকমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজিমুক্ত স্মার্ট ও আধুনিক উপজেলা গড়ার অঙ্গীকারের কথাও জানান ফারুক ইসলাম। নদী ভাঙ্গন রোধসহ এলাকার সমস্যা সমাধানের দাবি জানান ভোটাররা। সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার প্রার্থীর।