ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আবারও কমল

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩০ এপ্রিল) টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমানোর এ ঘোষণা এসেছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের তথা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৪২০ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। এর আগে, দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে ৯০,৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৭৫,৫৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।

এর আগে, সোমবারও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৯১,২০১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫,৮৩৯ টাকায় বিক্রি হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক

স্বর্ণের দাম আবারও কমল

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

 

এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৩০ এপ্রিল) টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমানোর এ ঘোষণা এসেছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের তথা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৪২০ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। এর আগে, দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে ৯০,৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিতে ৭৫,৫৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,২৮৩ টাকা।

এর আগে, সোমবারও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৯১,২০১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫,৮৩৯ টাকায় বিক্রি হয়।