ক্ষমতায় টিকে থাকতে সরকার বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করে অনির্দিষ্টকালের জন্য কারাগারে নিক্ষেপ করে সমাজে ভীতির পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ৭ জানুয়ারির ‘ভুয়া নির্বাচন’ করে ক্ষমতা দখলের পর আওয়ামী লীগ সরকার আরও ‘বেপরোয়া, কর্তৃত্ববাদী ও জুলুমবাজ’ হয়ে উঠেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘দখলদার’ সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপিসহ অন্যান্য গণতন্ত্রপন্থী বিরোধী দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন ও নিপীড়ন শুরু করেছে।
বিভিন্ন ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অব্যাহত দমন-পীড়নের প্রবণতার চিত্র তুলে ধরে।
ফখরুল আরও বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। গণতান্ত্রিক সংগ্রামে নিয়োজিতরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে; দেশে আইনের শাসন ও সুশাসনের মূলনীতি বিলুপ্ত হয়ে গেছে।’
দেশে সর্বগ্রাসী নৈরাজ্য ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের অবৈধ শাসকগোষ্ঠী সারা দেশে শহর থেকে গ্রামে ছড়িয়ে আতঙ্ক ও ভয়ভীতি ছড়াচ্ছে।’
সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা, এমনকি ‘মিথ্যা’ মামলায় রায়ের মাধ্যমে দীর্ঘ কারাদণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ফখরুল।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকুসহ কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে আনীত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের দাবি জানান তিনি।