বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আজ রোববার (২৮ এপ্রিল) ঢাকায় পা রেখেছে দলটি। একই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশ দলের স্কোয়াড। যদিও পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিবৃতিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছে একাধিক চমক। প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
আইপিএল শেষে আগামী ১ মে দেশে ফিরবেন মোস্তাফিজ। ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। অনেকের ধারণা, আইপিএলে টানা ম্যাচ খেলার ক্লান্তি বিবেচনায় এনে শুরুর তিন ম্যাচে রাখা হয়নি তাকে।
এদিকে, দীর্ঘদিন পর সাইফউদ্দিনের দলে ফেরা ক্রিকেটামোদিদের জন্য বড় চমক। প্রায় দেড় বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার।
স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডেতে বিশ্বকাপ খেললেও টি-টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি তার। স্কোয়াডে থাকা একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার তিনি।
প্রথম তিন ম্যাচে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম।