ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

 

যাত্রীদের জন্য দূরত্বভিত্তিক রেয়াত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বাড়ছে ট্রেনের ভাড়া। আগামী ৪ মে থে‌কে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এতে বলা হয়, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াত দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া না বাড়িয়ে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বর্তমানে ১০১-১৫০ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ১৫১-৪০০ কিলোমিটার ২৫শতাংশ এবং ৪০০ কিলোমিটারের বেশি পথ ভ্রমণে ৩০শতাংশ রেয়াত সুবিধা পান যাত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন। যা এ মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ঈদযাত্রার কারণে তা বিলম্বিত হয়।

গত ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী রেলের ভাড়া বাড়ানো হবে বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তখন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছিলেন ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এখন রেয়াত সুবিধা প্রত্যাহার করায় যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

গণহত্যায় উসকানিদাতা কবি ও সাংবাদিকদেরও বিচার হবে

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

আপডেট সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

 

যাত্রীদের জন্য দূরত্বভিত্তিক রেয়াত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বাড়ছে ট্রেনের ভাড়া। আগামী ৪ মে থে‌কে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এতে বলা হয়, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াত দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া না বাড়িয়ে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বর্তমানে ১০১-১৫০ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ১৫১-৪০০ কিলোমিটার ২৫শতাংশ এবং ৪০০ কিলোমিটারের বেশি পথ ভ্রমণে ৩০শতাংশ রেয়াত সুবিধা পান যাত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন। যা এ মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ঈদযাত্রার কারণে তা বিলম্বিত হয়।

গত ১৬ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী রেলের ভাড়া বাড়ানো হবে বলে কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তখন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছিলেন ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এখন রেয়াত সুবিধা প্রত্যাহার করায় যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হবে।