দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আর রাজধানী ঢাকায় আজ শনিবার বইছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি।
ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবারের চেয়ে এটি ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানী ও দেশে এটি এ মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা। সেইসাথে আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।
চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়। ৭ ও ৮ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে যায়। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে। ১৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করে। এই তীব্র তাপপ্রবাহের এলাকা ধীরে ধীরে বেড়ে যায়। আর আজ দেশের একাধিক এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করেছে।
উল্লেখ্য, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদফতর।
আজ যশোরের পাশাপাশি চুয়াডাঙ্গাতেও বয়ে গেছে অতি তীব্র তাপপ্রবাহ। আজ সেখানে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এই তাপপ্রবাহের কারণে গতকাল আবহাওয়া অধিদফতর তিন দিনের জন্য (১৯ থেকে ২১ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে।
এ অবস্থায় আজ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।