ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক গোর এ শহীদ মাজারের কাছে নিজ কার্যালয়ে ত্রাণ বিতরণ করেন। এরপর কম দামে গরুর মাংস বিতরণও করেন তিনি।
- কাউন্সিলর জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পুরো রমজান মাসে এ কার্যক্রম চালান তিনি। শুধু ২৬ নম্বর ওয়ার্ডই নয়, আশপাশের ওয়ার্ড থেকেও সুবিধাবঞ্চিত মানুষ পণ্য ও মাংস সংগ্রহ করেন। এর আগে করোনাকালীন সহায়তা কার্যক্রম প্রশংসিত হয় বেশ। সার্বক্ষণিক নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের আহ্বান জানান হাসিবুর রহমান মানিক।