দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ২২ ক্যারেট স্বর্ণের দাম এবার ভরি প্রতি ১,৭৪৯ টাকা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা (১ ভরিতে ১১.৬৬৪ গ্রাম) হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে। এক দিনের ব্যবধানে আজ সোমবার (৮ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দর আজ বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে, ৭ এপ্রিল থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। এক দিনের ব্যবধানে এখন দাম বাড়ানোর মাধ্যমে আবার নতুন রেকর্ড সৃষ্টি হলো।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা দাঁড়াচ্ছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ২০৪ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ২২৪ আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বেড়ে ৮০,১৯০ টাকা হচ্ছে।
বিশ্ববাজারে এখন প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ২,৩২৯ মার্কিন ডলার। ১৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ছিল ২,০০০ ডলারের নিচে। তারপর থেকেই দাম বাড়ছে।