বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকতে চান না সাবেক অলরাউন্ডার ও সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সুজনের অভিমান জমে জমে যেন পাথর হয়ে গেছে। সে পাথর বুকে চাপা দিয়েই আজ তিনি জানিয়ে দিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাথে তিনি ভবিষ্যতে আর কোনো কাজ করতে চান না। কারণ? গত বিশ্বকাপে তাকে বাংলাদেশ দল যথাযথ সম্মান করেনি বলেই মনে হচ্ছে তার।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনি ঢাকা আবাহনীর কোচ। মিরপুরে আজ সংবাদমাধ্যমের সামনে মনের যত ক্ষোভ উগরে দিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরো বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোনো দায়িত্বে আগ্রহও নেই।’
কারণ হিসেবে এরপরই জানালেন গত বিশ্বকাপ নিয়ে তার অভিমানের কথা, ‘গত বিশ্বকাপে আমি যা করেছি, আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। তো আমি আর এই কাজ করতেও চাই না।’
আবাহনীর পাশাপাশি রাজশাহীতে নিজের ক্রিকেট একাডেমি আর বিপিএলে কোচিং নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানালেন সুজন। যত আপত্তি শুধু জাতীয় দল নিয়ে, ‘দেশের ক্রিকেটের কোনো উন্নতিতে যদি কাজ করতে হয় তবে অবশ্যই করব। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো হয়তো আমার জন্য না। আমি যেটা বললাম আমি হয়তো ওটা ডিজার্ভ করি না।’
এ কারণে বিসিবি সভাপতি ও বর্তমান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতি একটা বিশেষ অনুরোধও করে রেখেছেন সুজন। তার বক্তব্যে পরিষ্কার, বিদেশী কোচদের ভিড়ে যথাযথ মূল্যায়ন না পাওয়া নিয়েই আপত্তি তার, ‘এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো। আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’