ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৬ মার্চ হোয়াটসঅ্যাপে আবু আহমেদ মন্নাফির কাছে ৬টি বিট কয়েন দাবি করেন অভিযুক্ত ওই ব্যক্তি। কয়েন না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
এরপর মন্নাফীর পক্ষ থেকে পুলিশকে অবহিত করলে ওয়ারি থানা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা থেকে মূলহোতাকে গ্রেফতার করে।
গ্রেফতার ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (২৯)। তিনি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালান্দর গ্রামের সুলতান আলীর ছেলে। তিনি রয়েল ইউনিভার্সিটিতে সিএসই ডিপার্টমেন্টে তৃতীয় সেমিস্টারের ছাত্র।
সংবাদ সম্মেলনে ওয়ারী জোনের ডিসি জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেদের সংঘবদ্ধ ও দুর্ধর্ষ বলে মেসেজে উল্লেখ করেন।