পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
রবিবার ৯৩১ মার্চ) মতিঝিলস্থ শাপলা চত্বরের পাশে বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র ও দুস্থদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারেক সাঈদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন হামিদুল আলম সখা ও সংগঠনের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আক্কাস আলী আকাশের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফ-উল-আলম ব্যাকুল।
এছাড়া অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মরিয়ম খানম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআবু সোলায়মান, কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ফরহাদ আলম, সোনালী ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রায়হান উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংক শাখার সভাপতি আলাউদ্দিন তুষার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন, তারই অংশ হিসেবে এবং পবিত্র রমজান মাসে সামাজিক দায়বদ্ধতা এবং নিয়মিত সেবাকাজের অংশ হিসেবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে বাংলাদেশ। তাই ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে কাজ করবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।