কোনো অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে ক্লাসিক ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। তবে নিউইয়র্কের আবহাওয়ায় দুর্যোগের ঘনঘটা। ম্যাচ চলাকালীন বৃষ্টি দিতে পারে হানা। তাতে সুপার এইটে যাওয়ার পথ আরও কঠিন হবে বাবর আজমদের।
এদিকে ২৫ ডলারের বিনিময়ে দর্শকরা যে কোনো পাকিস্তানী ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পারবে। নানা সমালোচনার পরও সেটা বাতিল হয়নি। পাকিস্তানীরা ধরেই নিয়েছিলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতবে। তারপর রাতে ডিনারে টাকা কামাবে! বিধি বাম! ম্যাচ হারের সঙ্গে সেই আয়ের পথও বন্ধ হলো বাবর আজমদের। নাকি লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারছেন না পাকিস্তানী ক্রিকেটাররা?
অমন হারের পর কোনো প্রকার অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। সঙ্গে কাঁধে নিয়ে নামছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কা! বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলের পয়েন্ট ভাগাভাগি করবে। তাতে আরও কঠিন হবে সুপার এইটে যাবার পথ।
ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত শো। যার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করে কোটি ক্রিকেট ভক্ত। ভালোবাসার দামও কিন্তু কম নয়! টিকিটের দাম বাংলাদেশী টাকায় সর্বোচ্চ ১২ লাখ টাকা! আশার বেলুনকে চুপসে দেয়া! সেই টাকায় জল ঠেলে দিতে পারে নিউইয়র্কের আবহাওয়া!
৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে ক্লাসিক ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সুপার সানডেতে দিনভর নিউইয়র্কে বৃষ্টির হতে পারে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হবে ম্যাচ। এর আধা ঘণ্টা পর সকাল ১১টা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১ শতাংশ।
বিকেল ৪টা পর্যন্ত যা ৪৫ থেকে ৫০ শতাংশে নেমে আসতে পারে। একটানা বৃষ্টি হলে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাবে। আর এক ঘণ্টার বেশি বৃষ্টি হলে কাটা হবে ওভার। পরিস্থিতি যত জটিল হবে, ততই বাড়বে পাকিস্তানের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা।
ইন্ডিয়া প্রস্তুত ফিট রোহিতকে নিয়ে মাঠে নামতে। গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারেটার ক্ষত এখনো দগদগে। লড়াইটা হবে পাকিস্তানের বোলারদের সঙ্গে ভারতের বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপের। মার্কিন মুল্লুকে গ্রিন-ব্লুর লড়াই দেখতে আপনি রেডি তো?