ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গরিব ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে সোমবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সীমিত করার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রিজভী বলেন, এটি সমাজের নিম্নবিত্ত জনগোষ্ঠীকে তাদের বেঁচে থাকার উপায় থেকে বঞ্চিত করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এসব অটোরিকশা দীর্ঘদিন ধরে চলছে, প্রশাসনের কর্মকর্তা, এবং স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের লোকজনদের কাছে চাঁদা পরিশোধ করে আসছে। তবুও সরকার এসব রিকশাচালকদের ওপর স্ট্রিমরোলার চালাচ্ছে।’
ব্যাটারিচালিত অটোরিকশার হতদরিদ্র চালকদের ওপর সরকারের অনৈতিক নির্যাতন ও অবিচারের নিন্দা জানান রিজভী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিশ্চয়ই কোনো না কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসব রিকশা আমদানির লাইসেন্স কে দিয়েছে এবং কে রাজধানী ও অন্যান্য শহরের সড়কে চলতে দিয়েছে? সরকার নিজেই এই অনুমতি দিয়েছে। যারা এসব রিকশা আমদানি করেছে তারা আওয়ামী লীগের। তাহলে যারা এগুলো যারা পরিচালনা করছে, তারা কি অপরাধী হয়েছে?’
রিজভী বলেন, বিভিন্ন মহলকে চাঁদা দেওয়ার পর যা থাকে তা দিয়ে অটোরিকশা চালকরা কোনোমতে সংসার চালান।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ওবায়দুল কাদের দামি ঘড়ি ও সানগ্লাস ব্যবহার করলে গরিবের দুর্দশা কীভাবে বুঝবেন। তিনি বলেন, ‘এদেশের মানুষ এখনো নির্যাতিত-নিপীড়িত। শুধু এক বেলার খাবার জোগাড় করার জন্য তাদের নানা কৌশল অবলম্বন করতে হয়।’
সরকার ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সব খাতকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দুঃশাসন থেকে মুক্তি পেতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী।