চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার মেট্রিক টন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, জেলা আমবাগান মালিক সমিতির সভাপতি কুদ্দুস মহলদার, জেলা পর্যায়ের বাগান মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী ১৬ মে আটি, গুটি আম ও বোম্বাই আম, ২৪ মে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ জুন আম্রপালি, ১৫ জুন ফজলী এবং ১ জুলাই আশ্বিনা/ বারি-৪ জাতের আম সংগ্রহ করা হবে। সভায় জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ আম পাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।