ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের কথিত ভাইরাল অডিও রেকর্ডটি একটি বিজ্ঞাপনের অংশ ছিল। আজ নিজের ফেসবুক পেজে লাইভে এসে তা খোলাসা করেন তামিম। সাথে ছিলেন মিরাজ, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ।
মুশফিককে নিয়ে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি কথোপকথনের অডিও রেকর্ড মঙ্গলবার সংবাদ আকারে প্রকাশ করেছিল একটি টেলিভিশন চ্যানেল। ‘তামিমের চাঞ্চল্যকর ফোন রেকর্ড ফাঁস!-‘ এমন শিরোনামে তারা প্রতিবেদনটি প্রকাশ করে। কথিত অডিও রেকর্ডটিতে মিরাজকে ফোন দিয়ে তামিম জানান মুশফিক তাকে না জানিয়ে নতুন দল করছে। এ নিয়ে মুশফিকের সমালোচনা করেন তিনি। একপর্যায়ে তামিম মিরাজকে বলেন, ‘যখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো আর এরকম তোরা করতে পারতি না। এখন আমার দাম নাই। দাম কমে যাচ্ছে দেখে তোরা এই সব করতেসস।’
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়। পক্ষে-বিপক্ষে বিতর্ক চলতে থাকে। বুধবার তামিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’
আজ বুধবার সন্ধ্যা ৭টায় করা লাইভে তামিম শুরুতে মিরাজকে যুক্ত করেন। তারপর একে একে যোগ দেন রিয়াদ, মুশফিক এবং একটি মোবাইল সেবা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। সেখানে তারা এই অডিও রেকর্ড ওই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞপনি প্রচারের অংশ বলে জানান। লাইভে তামিম মজা করে বলেন, বিজ্ঞাপনের এমন আইডিয়া প্রতিষ্ঠানটির ওই কর্মকর্তার হলেও এজন্য তিনি সামাজিকমাধ্যমে প্রচুর গালি খাচ্ছেন। লাইভের শেষে তামিম দর্শকদের বলেন, ‘আশা করি আমার ওই রেকর্ডিংটা কেন করা হয়েছিল এটা আপনারা ক্লিয়ার। এখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমরা সবাই এক। সবসময় এক থাকবো।’
এই লাইভের কমেন্টে তামিমসহ ক্রিকেটারদের কেউ কেউ শুভেচ্ছা জানালেও বিজ্ঞাপনটির ধরন নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। সূত্র : ডয়চে ভেলে