ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় দুই দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে।
২০২১ কোপা ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর ২০২২ সালে কাতারে জেতে বিশ্বকাপ। প্রথম দক্ষিণ আমেরিকার দল হিসেবে টানা তিনটি মেজর টুর্নামেন্টে ট্রফি জেতার সুযোগ তাদের সামনে। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ যুগে (১৯১৬-১৯৬৭) ১২টি শিরোপা জেতা আলবিসেলেস্তেরা কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম ট্রফি জেতার সুযোগ।
অন্যদিকে কলম্বিয়া কেবল একবার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল, ২০০১ সালে।
লিওনেল স্কালোনির দল এবারের আসরে অপরাজিত থেকে ফাইনালে। সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ৩০তম কোপা আমেরিকা ফাইনালে তারা। গ্রুপ পর্বে কোনও গোল না খেয়ে কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে হারায় ইকুয়েডরকে।
কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামলে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে রেকর্ড সপ্তম মেজর ফাইনালে খেলবেন মেসি।
অন্যদিকে আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া ২৮ ম্যাচ অজেয়। প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারানোর পর গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেয় তারা।
জেমস রদ্রিগেসের কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে ৫-০ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে মার্সেলো বিয়েলসার উরুগুয়েকে হারায়। এনিয়ে তৃতীয়বার কোপা আমেরিকার ফাইনালে তারা।
আর্জেন্টিনা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ চার গোল করে এই আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে।
কোপা আমেরিকার চলতি আসরে নকআউটের ম্যাচগুলোতে অতিরিক্ত সময় ছিল না। ৯০ মিনিটের খেলা শেষে স্কোর সমান থাকলে একবারে টাইব্রেকারে ফল বের করা হয়েছে। তবে ফাইনালে থাকছে এক্সট্রা টাইম।
দুই দক্ষিণ আমেরিকান দল একে অন্যের মুখোমুখি হয়েছিল ৪৩ বার। আর্জেন্টিনা জিতেছে ২৬ বার, কলম্বিয়ার জয় ৯টি। আট ম্যাচ ড্র হয়েছে।
২০২১ কোপা আমেরিকার সেমিফাইনালে দুই দলের দেখা হয়েছিল। নির্ধারিত সময় ১-১ এ সমান থাকলে টাইব্রেকারে ৩-২ গোলে জেতে আর্জেন্টিনা। তাদের বিপক্ষে কলম্বিয়ার সবশেষ জয় ২০১৯ সালের কোপা আমেরিকায়, গ্রুপের ম্যাচে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়, সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।