আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সামরিক পোস্টে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে করা এ হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, শনিবার (১৬ মার্চ) ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমে এই আত্মঘাতী হামলা চালায় ছয়জন জঙ্গি। তবে হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠীর নাম ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সেনা নিহত হন।’ পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা রয়টার্সকে বলেন, হামলার সময় বিস্ফোরণে কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।