ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে যাওয়া সেই নবজাতককে দত্তক নিয়েছেন একটি পরিবার।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় আইনি প্রক্রিয়ার মাধমে শিশুটিকে দত্তক দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান বিভিন্ন সর্ত সাপেক্ষে পৌর শহরের সরকারপাড়া এলাকার বাপ্পী ও সাথী দম্পত্তির হাতে শিশুটিকে তুলে দেয়।
শিশুটির নাম দেয়া হয় ফাতিমা জান্নাত। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু উপহার দেয়া হয় ওই নবজাতককে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী,শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, জেলা সমাজসেবার উপ পরিচালক আল মামুন সহ বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি কষ্টদায়ক। একজন মা তার সন্তানকে রেখে চলে গেছে। আমরা হাসপাতালে দেয়া সেই মহিলার ঠিকানায় লোক পাঠিয়েছিলাম সেটি ভূয়া ছিলো। পরবর্তীতে সকলের সিদ্ধান্তমতে সব কিছু জাচাই করে আমরা আজকে এই দম্পত্তিকে বাঁচ্চটি হস্তান্তর করলাম।
উল্লেখ্য: গত সোমবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মিথ্যা পরিচয় দিয়ে নবজাতক শিশুকে রেখে কাপড় আনার কথা বলে উধাও হয়েছে এক মা।