ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক আইজিপি বেনজীরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

বৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ মে) সকালে দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তবে বিকালে দুদকের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে, বেনজীরের সঙ্গে তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ জুন বেনজীরকে হাজির হতে ডাকা হয়েছে। সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

এছাড়া ৯ জুন তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন।

দুদক সূত্র জানায়, বেনজীর আয়কর দাখিলে উল্লেখযোগ্য সম্পদ দেখালেও এসব সম্পদের উৎসের বৈধতা অনুসন্ধান করবে দুদক। তার ট্যাক্স ফাইলে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও কীভাবে এসব সম্পদ অর্জিত হয়েছে, তার বৈধতা যাচাই-বাছাই করা হবে।

গত ২৩ এপ্রিল বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এরপরই বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিষয়ে লেনদেনের রেকর্ড চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অনুরোধ জানায় সংস্থাটি।

গত ২৩ মে প্রথমে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৩৪৫ বিঘা জমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকে তাদের নামে ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত।

এরই ধারাবাহিকতায় গত রবিবার(২৬ মে) আদালত কোটি কোটি টাকা মূল্যের আরও বেশ কয়েকটি স্থাবর সম্পত্তি এবং ১১৯টি নথিতে অতিরিক্ত অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২ দিনে সারাদেশে ২৫টি স্থানে সহিংসতায় আগুনের ঘটনা

সাবেক আইজিপি বেনজীরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

আপডেট সময় : ০৫:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

বৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ মে) সকালে দুদক কমিশনার জহুরুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তবে বিকালে দুদকের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে, বেনজীরের সঙ্গে তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৬ জুন বেনজীরকে হাজির হতে ডাকা হয়েছে। সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

এছাড়া ৯ জুন তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন।

দুদক সূত্র জানায়, বেনজীর আয়কর দাখিলে উল্লেখযোগ্য সম্পদ দেখালেও এসব সম্পদের উৎসের বৈধতা অনুসন্ধান করবে দুদক। তার ট্যাক্স ফাইলে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও কীভাবে এসব সম্পদ অর্জিত হয়েছে, তার বৈধতা যাচাই-বাছাই করা হবে।

গত ২৩ এপ্রিল বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এরপরই বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিষয়ে লেনদেনের রেকর্ড চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অনুরোধ জানায় সংস্থাটি।

গত ২৩ মে প্রথমে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৩৪৫ বিঘা জমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকে তাদের নামে ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত।

এরই ধারাবাহিকতায় গত রবিবার(২৬ মে) আদালত কোটি কোটি টাকা মূল্যের আরও বেশ কয়েকটি স্থাবর সম্পত্তি এবং ১১৯টি নথিতে অতিরিক্ত অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেয়।