কলকাতার বিলাসবহুল আবাসন সঞ্জিভা গার্ডেনের সেপ্টিক ট্যাংক থেকে চার কেজি মাংসের টুকরা উদ্ধার করেছে দেশটির পুলিশ।
কলকাতায় গিয়ে নিহত এমপি আনোয়ারুল আজীম আনার সেখানেই উঠেছিলেন।
এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড তদন্তে কলকাতায় যাওয়া গোয়েন্দা পুলিশের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ বলেছেন, মাংসের টুকরোগুলো কার তা ফরেনসিক পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে।