ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার হজের খুতবা দেবেন কাবার ইমাম শায়খ মাহের মুআইকিলি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

শায়খ মাহের মুআইকিলি

এবার হজের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। সবসময় সহজ ভাষায় এবং সিরাতুন্নবীর (সা.) উদ্ধৃতি দিয়ে সব বিষয়ে খুতবার জন্য শায়খ মাহের মুআইকিলি বিখ্যাত।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে হারামাইনের অফিসিয়াল ফেসবুক ও এক্স (টুইটার) পেইজ।

নবী (সা.) যে নামাজ ও খুতবায় নেতৃত্ব দিয়েছেন, সম্মানজনক সেই দায়িত্ব এবার প্রথমবারের মতো পালন করবেন কোরআনের এই কোকিল।

আগামী ৯ জিলহজ আরাফার দিন তিনি মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের সালাত পড়িয়ে হজের খুতবা দেবেন।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

এরপর থেকে প্রতি বছরই সৌদি কর্তৃপক্ষ নতুন খতিব নিয়োগ দিয়ে আসছেন। বিজ্ঞ স্কলারদের মতামতের ভিত্তিতে সৌদি বাদশাহ এই খতিব নিয়োগ দিয়ে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে এবার হজের খুতবায় নেতৃত্ব দেবেন ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। গত বছর হজের খুতবা দেন শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।

 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা

এবার হজের খুতবা দেবেন কাবার ইমাম শায়খ মাহের মুআইকিলি

আপডেট সময় : ০৪:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

এবার হজের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। সবসময় সহজ ভাষায় এবং সিরাতুন্নবীর (সা.) উদ্ধৃতি দিয়ে সব বিষয়ে খুতবার জন্য শায়খ মাহের মুআইকিলি বিখ্যাত।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে হারামাইনের অফিসিয়াল ফেসবুক ও এক্স (টুইটার) পেইজ।

নবী (সা.) যে নামাজ ও খুতবায় নেতৃত্ব দিয়েছেন, সম্মানজনক সেই দায়িত্ব এবার প্রথমবারের মতো পালন করবেন কোরআনের এই কোকিল।

আগামী ৯ জিলহজ আরাফার দিন তিনি মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের সালাত পড়িয়ে হজের খুতবা দেবেন।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

এরপর থেকে প্রতি বছরই সৌদি কর্তৃপক্ষ নতুন খতিব নিয়োগ দিয়ে আসছেন। বিজ্ঞ স্কলারদের মতামতের ভিত্তিতে সৌদি বাদশাহ এই খতিব নিয়োগ দিয়ে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে এবার হজের খুতবায় নেতৃত্ব দেবেন ড. মাহের বিন হামাদ আল-মুআইকিলি হাফিযাহুল্লাহ। গত বছর হজের খুতবা দেন শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।