ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
শুক্রবার এক্সপ্রেস নিউজ জানিয়েছে, সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত আরব সামিটে দেওয়া এক ভাষণে সৌদি ক্রাউন প্রিন্স এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
ইসরাইল যে উদ্দেশ্যে গাজায় আগ্রাসন চালিয়েছে তা নিন্দনীয়।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরও বলেন, সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার বৈশ্বিক স্বীকৃতিকে সমর্থন করে।
এবং গাজায় চলমান সঙ্কট মোকাবেলার প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে।
সৌদি আরব এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বর্বর আগ্রাসন বন্ধ করা।