ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালু

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বুধবার সকাল ১০টা থেকে পুরোপুরি চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান।

সরেজমিনে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রোগীর ভিড় দেখা গেছে। যদিও ১ সেপ্টেম্বর কমপ্লিট শাটডাউনের পর সেটি স্বল্প পরিসরে চালু ছিল। তবে নিরাপত্তা জোরদার করায় জরুরি বিভাগ এবং বহির্বিভাগ পুরোদমে চালু করা হয়েছে বলে জানান পরিচালক।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক হারুনুর রশীদ বলেন ‘আমাদের জরুরি বিভাগ পুরোপুরি চালু ছিল সব সময়। প্রথম দিন (২ সেপ্টেম্বর) স্বল্প পরিসরে এবং দ্বিতীয় দিন (৩ সেপ্টেম্বর) আরেকটু কম স্বল্প পরিসরে বহির্বিভাগ চালু ছিল।

তবে আজ সকাল থেকে নিরাপত্তার ভিত্তিতে পুরোদমে বহির্বিভাগ চালু করা হয়েছে।

নিরাপত্তার জন্য আমরা ২৫ জন পুলিশ পেয়েছি। তবে আমাদের দাবি অনুযায়ী মোট ৪০ জন পুলিশ সদস্য হলে নিরাপত্তা আরও জোরদার হতো।

গত ১ সেপ্টেম্বর রাবেয়া আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীদের হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন ওঠে।

ওই ঘটনার বিষয়ে তিনি বলেন ‘রোগীর স্বজনরা ভুল বুঝে আমাদের সঙ্গে অসদাচরণ করেছে। পরে আমরা তাদের বুঝিয়ে ব্যাপারটা মিউচ্যুয়াল করে ফেলেছি। এটা নিয়ে তাদের সঙ্গে আর কোনো ঝামেলা নেই। আমাদের চিকিৎসকদের কোনো দোষ ছিল না।’

গত ৩১ আগস্ট ঢামেক হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল চত্বরে তিনজনকে লাঞ্ছিত করেন। এর ফলে চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন।

স্বাস্থ্য উপদেষ্টার নিরাপত্তা এবং চিকিৎসকদের ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারের আশ্বাসের পর ১ সেপ্টেম্বর সারা দেশের চিকিৎসা সেবা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

এরপরই দু’জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা জোরদার করা হয় হাসপাতালগুলোতে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

গণ-অভ্যুথানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে

ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালু

আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বুধবার সকাল ১০টা থেকে পুরোপুরি চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান।

সরেজমিনে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রোগীর ভিড় দেখা গেছে। যদিও ১ সেপ্টেম্বর কমপ্লিট শাটডাউনের পর সেটি স্বল্প পরিসরে চালু ছিল। তবে নিরাপত্তা জোরদার করায় জরুরি বিভাগ এবং বহির্বিভাগ পুরোদমে চালু করা হয়েছে বলে জানান পরিচালক।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক হারুনুর রশীদ বলেন ‘আমাদের জরুরি বিভাগ পুরোপুরি চালু ছিল সব সময়। প্রথম দিন (২ সেপ্টেম্বর) স্বল্প পরিসরে এবং দ্বিতীয় দিন (৩ সেপ্টেম্বর) আরেকটু কম স্বল্প পরিসরে বহির্বিভাগ চালু ছিল।

তবে আজ সকাল থেকে নিরাপত্তার ভিত্তিতে পুরোদমে বহির্বিভাগ চালু করা হয়েছে।

নিরাপত্তার জন্য আমরা ২৫ জন পুলিশ পেয়েছি। তবে আমাদের দাবি অনুযায়ী মোট ৪০ জন পুলিশ সদস্য হলে নিরাপত্তা আরও জোরদার হতো।

গত ১ সেপ্টেম্বর রাবেয়া আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় রোগীদের হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন ওঠে।

ওই ঘটনার বিষয়ে তিনি বলেন ‘রোগীর স্বজনরা ভুল বুঝে আমাদের সঙ্গে অসদাচরণ করেছে। পরে আমরা তাদের বুঝিয়ে ব্যাপারটা মিউচ্যুয়াল করে ফেলেছি। এটা নিয়ে তাদের সঙ্গে আর কোনো ঝামেলা নেই। আমাদের চিকিৎসকদের কোনো দোষ ছিল না।’

গত ৩১ আগস্ট ঢামেক হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল চত্বরে তিনজনকে লাঞ্ছিত করেন। এর ফলে চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন।

স্বাস্থ্য উপদেষ্টার নিরাপত্তা এবং চিকিৎসকদের ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারের আশ্বাসের পর ১ সেপ্টেম্বর সারা দেশের চিকিৎসা সেবা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

এরপরই দু’জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা জোরদার করা হয় হাসপাতালগুলোতে।