ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাতির পিতার পরিবারের নিরাপত্তা বাতিলের জন্য উপদেষ্টা পরিষদের খসড়া অধ্যাদেশ অনুমোদন

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়।

পরে ২০১৫ সালের ১৫ মে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দিতে আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে।

তারা আরও বলেন, ‘বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থা’ থাকায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইন রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন।

এরই পরিপ্রেক্ষিতে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’র খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা তাদের আবাসস্থল ও বিনামূল্যে ইউটিলিটি সার্ভিসসহ দেশের সর্বত্র নিশ্ছিদ্র রাষ্ট্রীয় নিরাপত্তা পেয়ে আসছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুথানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে

জাতির পিতার পরিবারের নিরাপত্তা বাতিলের জন্য উপদেষ্টা পরিষদের খসড়া অধ্যাদেশ অনুমোদন

আপডেট সময় : ১২:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়।

পরে ২০১৫ সালের ১৫ মে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দিতে আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে।

তারা আরও বলেন, ‘বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থা’ থাকায় এ বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করে এই আইন রহিতকল্পে অধ্যাদেশ জারি করা প্রয়োজন।

এরই পরিপ্রেক্ষিতে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’র খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা তাদের আবাসস্থল ও বিনামূল্যে ইউটিলিটি সার্ভিসসহ দেশের সর্বত্র নিশ্ছিদ্র রাষ্ট্রীয় নিরাপত্তা পেয়ে আসছিলেন।