রাজধানীর গুলশান এলাকা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিএমপি।
এর আগে জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মেননের বিরুদ্ধে আদালতে মামলা হয়।
আজ সকালে ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী জিয়াউর হক।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।