সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে শিক্ষার্থীদের সাম্প্রতিক গণআন্দোলনে শিক্ষার্থীসহ সব আহত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৩টি হাসপাতালে ভর্তির জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
হাসপাতালগুলো হলো- সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ হাসপাতাল), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল), মুগদা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউট (পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় কান ও নাক ইনস্টিটিউট, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতাল।