ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ইসলামী ব্যাংকের সামনে যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

 

 

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে। দোষীদের ছাড় দেওয়া হবে না।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ও এনবিআর চেয়ারম্যান নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘এখন গভর্নর নিয়োগ নিয়ে চিন্তিত। এনবিআরের বিষয়টি আলাদা।’

ড. সালেহউদ্দিন বলেন, ‘(এনবিআর) চেয়ারম্যান প্রশাসনিক বিভাগ থেকে এসেছেন। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।

গভর্নর নিয়োগের ক্ষেত্রে কী কী মানদণ্ড বিবেচনা করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘এগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গভর্নর না থাকলেও ডেপুটি গভর্নররা কাজ চালিয়ে যেতে পারবেন।’

আজকের বৈঠকে কর্মকর্তাদের কী বার্তা দেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে বলেছি। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছি।’

ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা নির্ধারণের বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘ব্যাংকে টাকার অভাব নেই, নিরাপত্তাহীনতার কারণেই এটি করা হয়েছে। এটিএম বুথেও হামলা হয়েছে, যার জন্য আশঙ্কা রয়েছে। অর্থ সচিব দ্রুত বিষয়টি খতিয়ে দেখবেন।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমি জানি, বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রতিদিন বড় বড় ট্রাঙ্কে টাকা বহন করেন। তবে এখন সেই টাকা সড়কপথে পরিবহন করা বিপজ্জনক। সেজন্যই এটা করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

‘ইসলামী ব্যাংকের সামনে যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

আপডেট সময় : ০৫:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

 

 

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে। দোষীদের ছাড় দেওয়া হবে না।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ও এনবিআর চেয়ারম্যান নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘এখন গভর্নর নিয়োগ নিয়ে চিন্তিত। এনবিআরের বিষয়টি আলাদা।’

ড. সালেহউদ্দিন বলেন, ‘(এনবিআর) চেয়ারম্যান প্রশাসনিক বিভাগ থেকে এসেছেন। শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।

গভর্নর নিয়োগের ক্ষেত্রে কী কী মানদণ্ড বিবেচনা করা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘এগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গভর্নর না থাকলেও ডেপুটি গভর্নররা কাজ চালিয়ে যেতে পারবেন।’

আজকের বৈঠকে কর্মকর্তাদের কী বার্তা দেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে বলেছি। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছি।’

ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা নির্ধারণের বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘ব্যাংকে টাকার অভাব নেই, নিরাপত্তাহীনতার কারণেই এটি করা হয়েছে। এটিএম বুথেও হামলা হয়েছে, যার জন্য আশঙ্কা রয়েছে। অর্থ সচিব দ্রুত বিষয়টি খতিয়ে দেখবেন।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমি জানি, বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রতিদিন বড় বড় ট্রাঙ্কে টাকা বহন করেন। তবে এখন সেই টাকা সড়কপথে পরিবহন করা বিপজ্জনক। সেজন্যই এটা করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’