ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সফল হবেন অধ্যাপক ইউনূস : ফখরুল

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস ছাত্র ও আমাদের দল উভয়ের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা জাতির পক্ষ থেকে তাকে এই দায়িত্ব অর্পণ করেছি। আমরা বিশ্বাস করি তিনি সফল হবেন।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর নিটর হাসপাতাল (পঙ্গু হাসপাতাল নামে পরিচিত) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা খুবই আশাবাদী, তার সফল ও যোগ্য নেতৃত্বে আইনশৃঙ্খলার বিষয়টি সুরাহা হবে।’

সামগ্রিক সমস্যার মূলে গণতন্ত্র না থাকার বিষয়টি উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি প্রধান কাজ।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সফল হবে তত তাড়াতাড়ি গণতন্ত্র পুনরুদ্ধার হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, প্রথমত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনতে হবে এবং অর্থনীতি সচল রাখতে পদক্ষেপ নিতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুথানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সফল হবেন অধ্যাপক ইউনূস : ফখরুল

আপডেট সময় : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস ছাত্র ও আমাদের দল উভয়ের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা জাতির পক্ষ থেকে তাকে এই দায়িত্ব অর্পণ করেছি। আমরা বিশ্বাস করি তিনি সফল হবেন।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর নিটর হাসপাতাল (পঙ্গু হাসপাতাল নামে পরিচিত) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা খুবই আশাবাদী, তার সফল ও যোগ্য নেতৃত্বে আইনশৃঙ্খলার বিষয়টি সুরাহা হবে।’

সামগ্রিক সমস্যার মূলে গণতন্ত্র না থাকার বিষয়টি উল্লেখ করে ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি প্রধান কাজ।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সফল হবে তত তাড়াতাড়ি গণতন্ত্র পুনরুদ্ধার হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, প্রথমত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনতে হবে এবং অর্থনীতি সচল রাখতে পদক্ষেপ নিতে হবে।