নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন।
বুধবার (৭ আগস্ট) একটি অফিসিয়াল সূত্র ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূসকে শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট মোঃ সাহাবুদ্দিন।
তবে আর কারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারেন তাদের নাম প্রকাশ করেননি তিনি।
গত মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন। তারা সুশীল সমাজের সদস্য, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, গণমাধ্যম, শিক্ষাবিদ ও গণমাধ্যমের সম্ভাব্য উপদেষ্টাদের একটি তালিকাও উপস্থাপন করেন।
নতুন দায়িত্ব নিতে অধ্যাপক ইউনূসের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে বলে জানায় সেন্টার।
সোমবার শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিচ্ছে।
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে তাকে একটি নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।