বরিশালের হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া, গুয়াবাড়িয়া ও নরসিংহপুরের তরুণ ও যুবসমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় বুধবার রাতে। স্থানীয় গ্রামবাসী এবং পথচারীরাও এতে অংশগ্রহণ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইমরান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ও স্থানীয়রা।
বক্তারা বলেন- জাতীয় সমস্যা সমাধানের মত স্থানীয় সমস্যা সমাধান জরুরি। প্রতিটি পরিবারে ইতিবাচক পরিবর্তনের ফলে সমাজের চিত্র বদলানো সম্ভব।
তারা উল্লেখ করেন, গত কয়েকবছরে রাজনৈতিক ও প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সারাদেশে মাদক ও জুয়াসহ নানা অপকর্ম ও অসামাজিক কাজ আশঙ্কাজনকহারে বেড়েছে। তরুণ ও যুবসমাজের বড় একটা অংশ বিপথগামী। রাজনৈতিক লেজুড়বৃত্তি করে ছাত্রসমাজও আদর্শ থেকে বিচ্ছিন্ন।
ছাত্র আন্দোলন সফল হওয়ায় এদিকগুলো পরিবর্তনের আশা দেখছেন তারা।স্থানীয় জমাদার বাড়ি মোড়ে হাজি মালেক পুলিশ মার্কেটের সামনে কয়েকশ মানুষ তাদের সঙ্গে সংহতি জানান।
এলাকাবাসীর মন্তব্য, হাতেগোনা কয়েকজন লোক একেকটি গ্রাম ও পাড়া-মহল্লাকে অসাধু কাজ দিয়ে কলুষিত করে। জুয়া, মাদক, জমি দখল, পারিবারিক বিরোধ তৈরিতে উষ্কানি দেয়া, সালিশির নামে অর্থ আত্মসাৎ, লোকজনকে মামলা ও হয়রানির ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে একটি চক্র। সারাদেশে এ সমস্যার সমাধান চান তারা।
সভাপতির বক্তব্যে ইমরান সরদার বলেন, অপরাধী ও দুষ্কৃতকারীরা যত শক্তিশালী হোক জনগণ একত্রিত হলে তাদের প্রতিরোধ সম্ভব।
এখন সময় হয়েছে তরুণদের হাত ধরে সমাজ পুনর্গঠন করার।
এলাকায় মাদক ও জুয়া, ইভটিজিং এবং অন্য অপরাধ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা চান তরুণরা। অপরাধী চক্র যেন কোনভাবেই অপকর্ম করতে না পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অন্যান্যের মধ্যে মো. হেলাল হোসেন, দুলাল সরদারও বক্তব্য রাখেন। প্রতিবেশী রাজনীতির ঊর্ধ্বে বলে মন্তব্য করেন তারা। প্রতিহিংসার রাজনীতি কাম্য নয় বলেও মনে করেন স্থানীয়রা। পরে এলাকাকে মাদক, জুয়া ও অপশক্তিমুক্ত ঘোষণা করে লিফলেট বিতরণ ও ব্যানার টানানো হয়। দেশে চলমান পরিস্থিতিতে এমন সংস্কার উদ্যোগ প্রথম বলে দাবি করেন আয়োজকরা। এদিকে, এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান ইউএনও জাহাঙ্গীর হোসেন।
শিরোনাম :
তরুণদের নিয়ে অসামাজিক কাজ প্রতিহত করবেন এলাকাবাসী
বরিশালের হিজলায় ব্যতিক্রমী দাবি নিয়ে তরুণ-যুবকদের উদ্যোগে মানববন্ধন, তিন গ্রামকে মাদক ও জুয়ামুক্ত ঘোষণা
- মাহাবুবুল হক সুমন তালুকদার:
- আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- ১৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ