বিকেলে সেনাসদরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান। বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস দেশে আসবেন। এরপর রাতেই তার নেতৃত্বে শপথ নেবেন বাকি উপদেষ্টারা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেনাপ্রধান। দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলে জানান তিনি। পুলিশ সদস্যরা কাজে যোগ না দেয়ায় পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে দাবি তার। ওয়াকার উজ জামানের আশা- শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।