বিদেশ যাওয়ার চেষ্টা করেও বিফল হয়েছেন সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়।
তবে তিনি কোন দেশে যাচ্ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানা না গেলেও জানা গেছে, সার্ক ভিসা রয়েছে। তাই তিনি সার্কভুক্ত কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অবিস্মরণীয় এ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকেপড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।