দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তারা প্রেসিডেন্টের কাছে যাবেন বলেও জানান।
তিনি বলেন, হানাহানি ও ধ্বংসযজ্ঞ চালিয়ে কিছুই অর্জিত হবে না।
প্রতিটি মৃত্যুর ঘটনায় তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘সবার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।’
সেনাপ্রধান বলেন, সবাই মিলে আমরা এই সমস্যার সমাধান করতে পারব।
তিনি বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে সহায়তা করা সবার দায়িত্ব।
সেনাপ্রধান আরও বলেন, ‘আমি সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছি গুলি না চালাতে। আজ রাতের মধ্যে আমরা সমাধানে পৌঁছানোর চেষ্টা করব।’
এখন সেনাবাহিনীকে সাহায্য করা ছাত্রদের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
সেনাপ্রধান বলেন, ড. আসিফ নজরুল শিক্ষার্থীদের বার্তা দিয়েছেন এবং শিক্ষার্থীরা শান্ত থাকবে বলে আশা প্রকাশ করছেন তারা।
তিনি আরও বলেন, ‘তিনি (আসিফ নজরুল) আমার সামনে শিক্ষার্থীদের একটি ভালো বার্তা দিয়েছেন। আশা করছি আমরা ভালো পরিস্থিতির দিকে এগোব।’
জেনারেল ওয়াকার আরও বলেন, ‘যদি শান্তি ফিরে আসে তবে কারফিউর প্রয়োজন নেই। আশা করছি আমার বক্তব্যে পরিস্থিতির উন্নতি হবে।’
এর আগে সুশীল সমাজের প্রতিনিধি ও কয়েকজন বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না বলেও জানান সেনাপ্রধান।