সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। গত ১৮ ঘন্টায় পানি ৪ সে.মিটার বেড়ে বিপদসীমার ৩৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফের পানি বাড়ায় ভাঙ্গন কবলিত ও বানভাসীদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জেলার ৫ উপজেলার ৩৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দী রয়েছে। কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডু জানান, পানি বাড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। একদিকে বন্যা, অপরদিকে তীব্র ভাঙ্গন। দুই দুর্যোগ মাথায় নিয়ে এলাকাবাসী দুর্বিসহ জীবনযাপন করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত ১৮ ঘন্টায় সিরাজগঞ্জে পয়েন্টে যমুনার পানি ৪ সেমি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় পানি ক্রমে আরো বাড়তে পারে।