কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোপা আমেরিকায় শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এর ফলে নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে সেরা আট দল।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও এবারের কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে কানাডা, ভেনেজুয়েলা, একুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল।
টানা তিন জয়ে ‘এ’ গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে ওঠা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে একুয়েডরের বিপক্ষে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পরদিন ভেনেজুয়েলার মুখোমুখি হবে অভিষেক আসরেই গ্রুপ পর্ব পেরিয়ে আসা কানাডা। এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এরপর রবিবার কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচদুটি অনুষ্ঠিত হবে। প্রথমটিতে অতিথি দল পানামার বিপক্ষে মাঠে নামবে টানা ২৬ ম্যাচ ধরে অপরাজিত ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পরে সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার শেষ লড়াইয়ে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে উরুগুয়ে। অন্যদিকে, এক জয় ও দুই ড্রয়ে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হয় ব্রাজিল।