ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরার ধান বোঝার ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত-৭

সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে  দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক।

শনিবার (১৭) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা হরিশ্চেন্দ্রকাটি সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায়। তারা ওই ধান নিয়ে ট্রাকযোগে (যশোর-ট-১১৩৭৮৫ ) বাড়ি ফেরার পথে তালা উপজেলার হরিশ্চেন্দ্র কাটি সরদার বাড়ি বটতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় কবলে পড়ে ঘটনাস্থলে সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।

স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই ধারে সম্প্রসারনের জন্য খুড়ে রাখার কারণে মুলত: এই দূর্ঘটনাটি ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

গণহত্যায় উসকানিদাতা কবি ও সাংবাদিকদেরও বিচার হবে

সাতক্ষীরার ধান বোঝার ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত-৭

আপডেট সময় : ০৫:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে  দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক।

শনিবার (১৭) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা হরিশ্চেন্দ্রকাটি সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায়। তারা ওই ধান নিয়ে ট্রাকযোগে (যশোর-ট-১১৩৭৮৫ ) বাড়ি ফেরার পথে তালা উপজেলার হরিশ্চেন্দ্র কাটি সরদার বাড়ি বটতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় কবলে পড়ে ঘটনাস্থলে সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।

স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই ধারে সম্প্রসারনের জন্য খুড়ে রাখার কারণে মুলত: এই দূর্ঘটনাটি ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি