কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা।
স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকালে দেশটির মানগাফ জেলায় এই দুর্ঘটনা ঘটে।
কুনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মানগাফের অগ্নিকাণ্ডে আরও ১৫ জন আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনসিক এভিডেন্সের প্রধান মেজর জেনারেল ঈদ আল-ওয়েইহানকে উদ্ধৃত করে কুনা জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ জানতে ওই এলাকায় ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে।
কুয়েত প্রায় ৪২ লাখ মানুষের একটি দেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চেয়ে সামান্য ছোট। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলসমৃদ্ধ দেশ।
এর আগে ২০২২ সালে দেশটির একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছিল।