ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সব ‘অন্যায়’ চুক্তি বাতিল করুন: রিজভী

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

 

শেখ হাসিনার সরকারের অধীনে ভারতের সঙ্গে গত ১৫ বছরে সম্পাদিত ‘গোপন’ ও ‘অসম’ চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করে ভারতের সঙ্গে শেখ হাসিনার করা সব গোপন ও অন্যায় চুক্তি বাতিল করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

শনিবার রাজধানীর কাফরুল এলাকায় এক অনুষ্ঠানে রিজভী এ দাবি জানান।

তিনি প্রশ্ন তোলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ওপর যে নিপীড়ন চালিয়েছেন, ভারত কেন তা উপেক্ষা করেছে।

তিনি বলেন, ‘তারা (ভারত) কি জানে না ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে শেখ হাসিনার পরিকল্পিত প্রহসনের নির্বাচন কথা? তা সত্ত্বেও ভারত কেন তার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে?’

বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছাকে অবহেলা করার জন্য ভারতের সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, ‘একজন ভারতীয় অভিনেত্রী কিছুদিন আগে বলেছিলেন, ভারতের জন্য একটি দেশ রয়েছে, তবে সেটিও এখন হারিয়ে গেছে। কোনো দেশ নয়, ভারতের পক্ষে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তি। কারণ ওই ব্যক্তি তার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং ভোট ছাড়াই একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি নিজের লোককে এমপি বানিয়েছিলেন।’

রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছেন শেখ হাসিনা। আর ভারত তাকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনাকে সমর্থন করে, বাংলাদেশ ও এর জনগণকে নয়।’

রিজভী দাবি করেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে শেখ হাসিনা অমানবিকতার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু তিনি শিশু-কিশোরসহ অনেককে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যান।

রিজভী বলেন, আওয়ামী লীগের দমন-পীড়ন, প্রতিহিংসা, লুটপাট, দখলের সংস্কৃতি অনুসরণ করতে চায় না বিএনপি।

‘যারা খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতিতে বিশ্বাস করেন তাদের সমাজে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করতে হবে।’

 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সব ‘অন্যায়’ চুক্তি বাতিল করুন: রিজভী

আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

 

শেখ হাসিনার সরকারের অধীনে ভারতের সঙ্গে গত ১৫ বছরে সম্পাদিত ‘গোপন’ ও ‘অসম’ চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করে ভারতের সঙ্গে শেখ হাসিনার করা সব গোপন ও অন্যায় চুক্তি বাতিল করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

শনিবার রাজধানীর কাফরুল এলাকায় এক অনুষ্ঠানে রিজভী এ দাবি জানান।

তিনি প্রশ্ন তোলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ওপর যে নিপীড়ন চালিয়েছেন, ভারত কেন তা উপেক্ষা করেছে।

তিনি বলেন, ‘তারা (ভারত) কি জানে না ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে শেখ হাসিনার পরিকল্পিত প্রহসনের নির্বাচন কথা? তা সত্ত্বেও ভারত কেন তার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে?’

বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছাকে অবহেলা করার জন্য ভারতের সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, ‘একজন ভারতীয় অভিনেত্রী কিছুদিন আগে বলেছিলেন, ভারতের জন্য একটি দেশ রয়েছে, তবে সেটিও এখন হারিয়ে গেছে। কোনো দেশ নয়, ভারতের পক্ষে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তি। কারণ ওই ব্যক্তি তার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং ভোট ছাড়াই একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি নিজের লোককে এমপি বানিয়েছিলেন।’

রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছেন শেখ হাসিনা। আর ভারত তাকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনাকে সমর্থন করে, বাংলাদেশ ও এর জনগণকে নয়।’

রিজভী দাবি করেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে শেখ হাসিনা অমানবিকতার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু তিনি শিশু-কিশোরসহ অনেককে হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যান।

রিজভী বলেন, আওয়ামী লীগের দমন-পীড়ন, প্রতিহিংসা, লুটপাট, দখলের সংস্কৃতি অনুসরণ করতে চায় না বিএনপি।

‘যারা খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতিতে বিশ্বাস করেন তাদের সমাজে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করতে হবে।’