চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেন ২০ লাখ ১৩ হাজার ৫১৭ শিক্ষার্থী। ছাত্রী পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ অপরদিকে ছাত্র পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।
১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী ও ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র।
গত বছর ২০২৩ সালে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী ও ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র।
এবার সকল শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ পেয়েছে।
এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ছাত্রের চেয়ে ৯৭ হাজার ৯৭২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪ হাজার ৪৯১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।