ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইলিয়াস আলীসহ অন্যদের নিখোঁজের পেছনে ‘রাষ্ট্র’র হাত রয়েছে : রিজভী

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের পেছনে রাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এম ইলিয়াস আলীর নিখোঁজের ১২ বছর স্মরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল বনানী ২ নম্বর রোডের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলী।

ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি ওই দিনই ঢাকার মহাখালী এলাকা থেকে উদ্ধার করা হলেও ১২ বছর পরও তাদের দুজনের সন্ধান মেলেনি।

রিজভী বলেন, দেশবাসীর কাছে এটা স্পষ্ট যে, এই ‘ফ্যাসিবাদী সরকার’ ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে।

রিজভী আরও বলেন, টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণআন্দোলনের মূল নেতা হিসেবে ইলিয়াস আলী ছিলেন রাষ্ট্র ও বিদেশি শক্তির মাথাব্যথার কারণ। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধেও তিনি সক্রিয় ছিলেন বলে জানান রিজভী।

ইলিয়াস আলী নিখোঁজের পর সরকার তাকে খুঁজে বের করার নামে বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছিল বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, এসব নাটকের কাহিনী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়।

রিজভী বলেন, শুধু ইলিয়াস আলীই নন, সাইফুল ইসলাম হিরু, সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, জাহিদুল করিম তানভীর, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, সাজেদুল ইসলাম সুমন, আবদুল কাদের ভূঁইয়া মাসুম, জাকির হোসেন মুন্না, মীর আহমেদ বিন কাসেম, আব্দুল্লাহিল আজমী, ইফতেখার আহমেদ দিনারসহ আরও অনেকে নিখোঁজ হয়েছেন।

রিজভী বলেন, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের মতে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৬২৩ জনকে জোরপূর্বক গুম করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৬ জন নিখোঁজ ও গুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনেও দেখা গেছে গত ১৫ বছরে প্রায় ৬০০ মানুষ নিখোঁজ হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দর বিশ্ব গড়তে তারুণ্যে বিনিয়োগ করুন: বিশ্ব নেতাদের প্রতি ড. ইউনূস

ইলিয়াস আলীসহ অন্যদের নিখোঁজের পেছনে ‘রাষ্ট্র’র হাত রয়েছে : রিজভী

আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের পেছনে রাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এম ইলিয়াস আলীর নিখোঁজের ১২ বছর স্মরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল বনানী ২ নম্বর রোডের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলী।

ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি ওই দিনই ঢাকার মহাখালী এলাকা থেকে উদ্ধার করা হলেও ১২ বছর পরও তাদের দুজনের সন্ধান মেলেনি।

রিজভী বলেন, দেশবাসীর কাছে এটা স্পষ্ট যে, এই ‘ফ্যাসিবাদী সরকার’ ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে।

রিজভী আরও বলেন, টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণআন্দোলনের মূল নেতা হিসেবে ইলিয়াস আলী ছিলেন রাষ্ট্র ও বিদেশি শক্তির মাথাব্যথার কারণ। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধেও তিনি সক্রিয় ছিলেন বলে জানান রিজভী।

ইলিয়াস আলী নিখোঁজের পর সরকার তাকে খুঁজে বের করার নামে বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছিল বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, এসব নাটকের কাহিনী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়।

রিজভী বলেন, শুধু ইলিয়াস আলীই নন, সাইফুল ইসলাম হিরু, সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, জাহিদুল করিম তানভীর, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, সাজেদুল ইসলাম সুমন, আবদুল কাদের ভূঁইয়া মাসুম, জাকির হোসেন মুন্না, মীর আহমেদ বিন কাসেম, আব্দুল্লাহিল আজমী, ইফতেখার আহমেদ দিনারসহ আরও অনেকে নিখোঁজ হয়েছেন।

রিজভী বলেন, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের মতে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৬২৩ জনকে জোরপূর্বক গুম করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৬ জন নিখোঁজ ও গুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনেও দেখা গেছে গত ১৫ বছরে প্রায় ৬০০ মানুষ নিখোঁজ হয়েছে।