সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারী দোসর বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. কালাম বিশ্বাসকে সামনের সারিতে দেখা যায়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল মতিন বাদশা মিয়ার ভাতিজা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম মজনুকেও একই আনন্দ মিছিলে দেখা যায় এবং মিছিলের সামনে সারিতেও অংশ নেওয়া ৫০ শতাংশই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এমন ব্যক্তিদের দেখা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারাও ভোল পাল্টে বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে অপকর্ম করতে চাইছেন বলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে দলের নেতাকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।
আনন্দ মিছিলটি সালথা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শুরু হয়ে বাইপাস সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউলিকান্দা স্কুল মাঠে এসে শেষ হয়।