বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মো: আনিচুর রহমান বালীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল বাশার এনায়েত, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্ মো. হাবিবুল্লাহ, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাফুজুর রহমান, সালথা দাখিল মাদ্রাসার সুপার তাওফিকুর রহমান, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার সুপার উপ-অধ্যাক্ষ আঃ হান্নান, জগজ দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম হোসেন, মাঝারদিয়া মাহিরুন নেছা দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল জব্বার, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মহিউদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে নিন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের পদায়ন পদোন্নতি নিয়ে যেই দুরভিসন্ধি চলছে, সেটাকে বাতিল করুন। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দিবো।