ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ায়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বশিরুল আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা এ সংক্রান্ত একটি অফিস আদেশ করেছে।